Wednesday, April 1, 2015

পরীক্ষাকেন্দ্র না অন্যকিছু!


সবগুলো ছবিই BDNEWS24 থেকে নেওয়া


ছবি মাঝে মাঝে কথা বলে, তার প্রমাণ হয়তো এরচেয়ে ভালো কিছু হতে পারে না।



কী মনে হচ্ছে, এ কোন সিনেমার সুটিং?


কী ভূল ভেঙ্গেছে?
চিনতে পেরেছেন, বুঝেছেন কার জন্য এতো দৌড়ঝাপ?



আমার বলার কোন ভাষা নেই, আপনাদের থাকলে জানান।







ছবিগুলো তাকিয়ে দেখুন। সবগুলো ছবিই বাংলা নিউজ ২৪ থেকে নেওয়া। যদি কোন ভিনদেশী নাগরিক ছবিগুলো দেখে তবে ভাববে কোন ছবির সুটিং চলছে। হয়তোবা কথাটি অনেকেরই ঘটকা লাগতে পারে।


জীবনে অনেকবারই এমন ছবি দেখেছি, শিক্ষামন্ত্রী পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষন করছেন, কিন্তু কখনোই ক্যামেরার পিছনের ছবি দেখা হয়নি। এবারই প্রথম দেখলাম এবং অবাকই হলাম।
লিখিতভাবে সংবিধান অনুযায়ী আইন সবার জন্যই সমান। আমি যখন ২০১০ এ বোর্ড পরীক্ষা দিচ্ছিলাম তখন এক আইন জারি করা হয়েছিল, পরীক্ষা কেন্দ্র কেউ মোবাইল বা ইলেক্টিক ডিভাইস নিয়ে যেতে পারবে না।
যদি তাই হয়, তবে এগুলো কী? মানলাম তিনি দেশের শিক্ষামন্ত্রী, তার ছবি পত্রিকায় আসবে। কিন্তু তারতো কোন পত্রিকার কাছে দায়বদ্ধতা থাকার কথা নয়। আর পরীক্ষাকেন্দে মহাজ্ঞানীরও গলা শুকিয়ে আসে, আর সেখানে এমন পরিস্থীতি?
বললে অনেক কথাই বলা যায়। আর তাতে হয়তো রাজাকার বা নব্যরাজাকরের উপাধীও পেয়ে যেতে পারি। কিন্তু কী করব বলুন?
বাকী কথাগুলো আপনাদের কাছ থেকে জানার অপেক্ষায় রইলাম।

No comments:

Post a Comment

Thank You for your opinion.